উখিয়ার বালুখালী হাইস্কুল পরিচালনা কমিটির নির্বাচন জমে উঠেছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৬শে ফেব্রুয়ারি ২০১৯ ০৪:৩০ অপরাহ্ন
উখিয়ার বালুখালী হাইস্কুল পরিচালনা কমিটির নির্বাচন জমে উঠেছে

আসছে ৩ মার্চ অনুষ্ঠিতব্য উখিয়ার বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন আগেভাগেই প্রচারণা জমে উঠেছে।নির্বাচনকে সামনে রেখে প্রতিদন্ধী প্রার্থীরা সমর্থন ও রায় নিজেদের অনুকুলে নিতে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।ভোটারদের বাড়ি-বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন।দোকানপাট,রাস্তাঘাট,হাটেবাজারে সরব আলোচনা শুধু স্কুল কমিটির নির্বাচন নিয়ে। অভিভাবক(পুরুষ)সদস্য পদে ৮জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন।তারা হলেন গত ৪ বারের বিপুল ভোটে নির্বাচিত অভিভাবক সদস্য ৫ম বারের প্রার্থী আকবর আহমদ,একাধিকবার নির্বাচিত সদস্য নুরুল আমিন ভুট্রো,বর্তমান সদস্য হেলাল উদ্দিন আহমেদ,মনিরুল হক,যুবলীগ নেতা আবু তাহের,সমাজ সেবক হাজী নুরুলহক,শামসুল আলম প্রমুখ।

তাদের মধ্যে গত ৪ বারের নির্বাচিত সদস্য আকবর আহমদ সব চেয়ে বেশী এগিয়ে র য়েছেন।পরবর্তী অবস্থানে ভোটারদের নিকট ভোট প্রার্থনা করে ইতিমধ্যে জনপ্রিয়তা ও সমর্থনে এগিয়ে রয়েছেন উখিয়া উপজেলা যুবলীগের সদস্য আবু তাহের আজাদ,হাজী নুরুল হক ও নুরুল আমিন ভুট্রো।তারা সকল অভিভাবক-অভিভাবিকাদের সমর্থন ও রায় কামনা করে বালুখালীর মাঠ চষে বেড়াচ্ছেন। এক প্রতিক্রিয়ায় আকবর আহমদ ,আবু তাহের ,নুরুল হক ও নুরুল আমিন ভুট্রোরা বলেন নির্বাচিত হলে বিদ্যালয়ের সার্বিক উন্নতি ও শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভুমিকা রাখবেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব