‘আওয়ামী লীগ সব সময় দেশের উন্নয়নকে আগ্রাধিকার দেয়’

নিজস্ব প্রতিবেদক
সাখাওয়াত জামিল সৈকত (অতিথি লেখক)
প্রকাশিত: মঙ্গলবার ২৬শে ফেব্রুয়ারি ২০১৯ ১২:২৩ অপরাহ্ন
‘আওয়ামী লীগ সব সময় দেশের উন্নয়নকে আগ্রাধিকার দেয়’

দেশের উন্নয়নে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদর প্রসারী পরিকল্পনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এনআরবি ইঞ্জিনিয়ার্স কনভেনশনে অংশ নিয়ে তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি বঙ্গবন্ধুর অন্যতম বড় লক্ষ্য ছিল। পাকিস্তানের শোষণ-বঞ্চনা ও অর্থনৈতিক শৃঙ্খল মুক্ত করতেই দীর্ঘ লড়াই সংগ্রাম করেছেন তিনি।

নিজ দেশের সম্পদ, সম্ভাবনা ও সীমাবদ্ধতার বিষয়গুলো এই কিংবদন্তী নেতার নখদর্পণে ছিল। সেভাবেই সদ্য স্বাধীন বাংলাদেশের অর্থনীতির পরিকল্পনা করছিলেন তিনি। যা ক্ষতিগ্রস্ত হয় তাঁকে হত্যার কারণে, ব্যাহত হয় উন্নয়নের অগ্রযাত্রা ও মানুষের মুক্তি। কৃষিনির্ভর অর্থনীতির সাথে শিল্পের বিকাশও ছিল তাঁর পরিকল্পনায়। সুদূরপ্রসারী টেকসই অর্থনৈতিক পরিকল্পনায় শোষণের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সামাজিক সুরক্ষা ছিলো বড় প্রত্যাশার জায়গা।

ইনিউজ ৭১/এম.আর