সন্তানকে বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়লেন মা, দুজনই নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২৫শে ফেব্রুয়ারি ২০১৯ ১১:২৩ অপরাহ্ন
সন্তানকে বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়লেন মা, দুজনই নিখোঁজ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চলন্ত লঞ্চ থেকে শিশু সন্তান পড়ে গেলে তাকে বাঁচাতে শিশুটির মা মেঘনা নদীতে ঝাঁপিয়ে পড়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মা ও শিশু দুইজনই নিখোঁজ রয়েছেন। জানা যায়, ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্য ছেড়ে আসা এমভি হাসান ইমাম-২ লঞ্চটি বিকাল ৪ টারদিকে মেঘনা নদীতে আসলে চলন্ত অবস্থায় লঞ্চ থেকে একটি শিশু নদীতে পড়ে যায়। শিশুটিকে বাঁচাতে তার মা পানিতে ঝাঁপিয়ে পড়েন। এখন পর্যন্ত দুইজনই নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের উদ্ধারকারী দল নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।সংবাদ পেয়ে উদ্ধার কাজ পরিদর্শন করেন মতলব উত্তর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব শারমিন আক্তার। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন। লঞ্চের একজন যাত্রী ৯৯৯ এ ফোন করে ঘটনাটি জানালে অভিযান পরিচালনা শুরু হয়। তবে তথ্য-দাতা ঘটনাস্থল সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি। মতলব উত্তর উপজেলায় উদ্ধার অভিযান চলছে। পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব