শিশুটির ভাষ্য, কাজ না পারায় বেটি (গৃহকর্ত্রী) তাকে মারধর করত। সহ্য করতে না পেরে সুযোগ পেয়ে বাসা থেকে বের হয়ে যায় সে। শারীরিক নির্যাতনের শিকার এক শিশু কে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক)-এ ভর্তি করেছে শাহজাহানপুর থানা পুলিশ। শিশুটি নাম হেনা, বয়স আনুমানিক ৮ থেকে ১০ বছর। সোমবার রাত সোয়া ৮ টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার সারা শরীরের নির্যাতনের চিহ্ন রয়েছে। শিশুটির ভাষ্য, সে একটি বাসায় কাজ করত। কাজ না পারায় বেটি (গৃহকর্ত্রী) তাকে মারধর করত। সহ্য করতে না পেরে সুযোগ পেয়ে বাসা থেকে বের হয়ে যায় সে। তাদের বাড়ি হবিগঞ্জ রিসি স্কুলের পাশে।
এর বেশি আর কিছু বলতে পারেনি সে। শিশুটিকে উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনতাজ বলেন, টিটিপাড়া রেলগেট এলাকায় একটি ক্লাবের সামনে লোকজন অসুস্থ অবস্থায় শিশুটিকে পেয়ে পুলিশকে জানালে আমরা তাকে উদ্ধার করি। তিনি আরও জানান, শিশুটি কোথায় কাজ করত তা বলতে পারে না। সকাল থেকে তাকে নিয়ে অনেক ঘুরেও তার কর্মস্থল খুঁজে পাওয়া যায়নি। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন। তার কর্মস্থল খুঁজে বের করতে পুলিশ চেষ্টা করছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।