বরিশালের আগৈলঝাড়ায় ফুল্লশ্রী ফকির বাড়ি জামে মসজিদ কমিটির উদ্দ্যোগে গত সোমবার রাতে ২০তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উক্ত ওয়াজ মাফিলের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মো: আব্দুর রব ফকির।প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ আলহাজ¦ হাফেজ মাও: মো কামরুল ইসলাম খান সাহেব।বিশেষ বক্তা ছিলেন ইমাম ও খতিব আগৈলঝাড়া কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাও: মো: ফজলুল হক সাহেব, থানা মসজিদের ইমাম মো:আলাউদ্দিন ফকির ,পূর্ব ফুল্লশ্রী ফকির বাড়ি জামে মসজিদের ইমাম মো: আবুল হাসান, পশ্চিম ফুল্লশ্রী ফকির বাড়ি জামে মসজিদের ইমাম শরিফুল ইসলাম,নবযুগ পেশ ইমাম মো: আসাদুজ্জামান,উপজেলা মসজিদের ইমাম মো: মহিবুল্লাহ।
দূর দুরান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রান মুসল্লীদের আগমনে মাহফিলের ময়দান ছিল কানায় কানায় পরিপূর্ন। এ সময় উপস্থিত ছিলেন বাকাল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বিপুল দাস, সাবেক ইউপি সদস্য আসাদ খলিফা, সাংবাদিক সবুজ মোল্লা, সমাজসেবক মো:হাবিবুর রহমান,মো:ছালাম ফকির,মো:কালাম ফকির,মো:এনায়েত ফকির,মো: সিরাজুল ইসলাম পাইক,আনোয়ার ফকির, ,মো হারুন আর-রসিদ ফকির, সলেমান ফকির,মো:শামীম ফকির,মো:নাসির ফকিরসহ প্রমুখ।বক্তাদের বক্তব্য শুনে উপস্থিত মুসল্লীগন কান্নায় ভেঙ্গে পরেন,দোয়া ও মোনাজাতের শেষে মাহফিল কমিটির পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরন করা হয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।