প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:২৪
এক কিশোরীকে অপহরণের অভিযোগে ২০১২ সালের ২৮ মার্চ র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কমান্ডো অভিযানে নিহত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টাকারী মো. পলাশ আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।
তিনি বলেন, ১৭ বছরের এক কিশোরীকে অপহরণের অভিযোগে ২০১২ সালের ২৮ মার্চ পলাশ আহমেদকে গ্রেফতার করেছিল র্যাব-১১। সেই সময়ই র্যাবের ক্রিমিনাল ডাটাবেজে তার নাম তালিকাভুক্ত হয়। মুফতি মাহমুদ জানান, ডাটাবেজের তথ্য অনুযায়ী তার নাম মো. পলাশ আহমেদ। তার বাবার নাম পিয়ার জাহান সরদার। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পিরিজপুরে তার বাড়ি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব