পটুয়াখালী‌ বজ্রসহ ঝড়-বৃ‌ষ্টি, অর্ধশত কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: সোমবার ২৫শে ফেব্রুয়ারি ২০১৯ ০৫:১০ অপরাহ্ন
পটুয়াখালী‌ বজ্রসহ ঝড়-বৃ‌ষ্টি, অর্ধশত কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত

ব‌ঙ্গোপসাগ‌রে সৃষ্ট লঘুচা‌পের প্রভা‌বে সোমবার ভোর রাত থে‌কে পটুয়াখালী উপকূ‌লে বজ্রসহ ঝ‌ড়ো হাওয়া এবং হালকা ও মাঝারী বৃ‌ষ্টিপাত হয়েছে। সাগর কিছুটা উত্তাল র‌য়ে‌ছে। আকাশ মেঘলা রয়েছে। থেমে থেমে বৃস্টিপাত হচ্ছে। সকা‌লের ঝ‌ড়ো হাওয়ায় পটুয়াখালীর সোনারচর সংলগ্ন সাগ‌রে চার‌টি মাছ ধরা ট্রলার ডুবির সংবাদ পাওয়া গেছে। রাংগাবালীর চর‌মোন্তা‌জসহ বিভিন্ন উপজেলায় প্রায় অর্ধশত কাঁচা ঘরবাড়ি বিধ্বস্থ হয়েছে। অনেকের সোলার প্যা‌নে‌লের বক্স ছাদ থে‌কে প‌ড়ে অ‌কেজ হ‌য়ে‌ গে‌ছে। 

ফাগুনের শুরুতে হঠাৎ ঝড়ো হাওয়ায় ফসল নস্ট হওয়ার শংকায় দুশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়েছে রবিশষ্যসহ কয়েক’শ তরমুজ চাষী। পটুয়াখালী‌ সদরে সকাল ছয়টা থে‌কে নয়টা পর্যন্ত ৩৭ দশ‌মিক চার মিলি‌মিটার বৃ‌ষ্টিপাত রেকর্ড ক‌রে‌ছে আবহাওয়া বিভাগ।পটুয়াখালী আবহাওয়া অ‌ফি‌সের পর্য‌বেক্ষক কাজী কেরামত জানান, সাগ‌রে সুস্পষ্ট লঘুচাপ বিরাজমান থাকায় ঘন্টায় ৪০ থে‌কে ৪৫ কি‌লোমিটার বে‌গে দমকা হাওয়ার পাশাপা‌শি ৫:২১ মি‌নি‌টে বজ্র হাওয়া ও ছয়টা থে‌কে বৃ‌ষ্টিপাত শুরু হ‌য়েছে। 

ইনিউজ ৭১/এম.আর