বরিশালের আগৈলঝাড়ায় প্রত্যন্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। থানা পুলিশ পরিদর্শক মো. আফজাল হোসেন জানান, মাদক বিক্রির খবর পেয়ে রবিবার রাতে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ি মো. জামাল বেপারী (৪০) কে ৭পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে এসআই জসীম।
গ্রেফতারকৃত জামাল উপজেলার রাজিহার ইউনিয়নেরর ভাজনা গ্রামের শামসুল হক বেপারীর ছেলে। ওই ঘটনায় রবিবার রাতেই এসআই জসীম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্র্রন আইনে মামলা দায়ের করেছে, নং-৯ (২৪.২.১৯)। সোমবার সকালে গ্রেফতারকৃত জামালকে আদালতে প্রেরন করা হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।