প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১
রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিদুর্ঘটনায় হতাহতের ঘটনায় আজ (সোমবার) সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সরকারি অফিসগুলোতে শোকের আবহ বিরাজ করছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বুকে ঝুলছে শোকের কলো ব্যাজ। রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বা ভবনে এবং বিদেশে বাংলাদেশ মিশনে উড়ছে অর্ধনমিত পতাকা। সোমবার বেলা ১১টা পর্যন্ত সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই কালো ব্যাজ পরে অফিস করছেন। মন্ত্রিপরিষদ বিভাগ ভবনের (১ নম্বর ভবন) ওপর উড়ছে অর্ধনমিত জাতীয় পতাকা। বুকে কালো ব্যাজ পরা কৃষি মন্ত্রণালয়ের গাড়িচালক মো. আজগর আলী সচিবালয়ে ৪ নম্বর ভবনের সামনে দাঁড়িয়ে ছিলেন। তিনি বলেন, আগুনে পুড়ে এতগুলো মানুষ মারা গেল। সরকার শোক ঘোষণা করেছে। অফিস থেকে কালো ব্যাজ দেয়া হয়েছে। আমরা সেটা পরেছি।
ইনিউজ ৭১/এম.আর