লক্ষ্মীপুরের রামগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে। সোমবার সকাল ৮টায় উপজেলার শেফালি পাড়ায় তমিজ উদ্দীন বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বেপারী বাড়ির আবুল বাশারের স্ত্রী জাহানারা বেগম গ্যাসের চুলায় রান্না করছিলেন। এক পর্যায়ে হঠাৎ গ্যাস সিলিন্ডারের লিক থেকে আগুনের সূত্রপাত হয়। পরে বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয় এবং মুহূর্তে বাড়ির অন্য ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজন ঘর থেকে দ্রুত নিরাপদে বেরিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
রামগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে আবুল বাশার, মো. বাদল ও খোরশেদ আলমের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। রামগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা আবদুল মোতালেব জানান, ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অন্যথায় বাড়ির বাকি ঘরগুলো পুড়ে যেত। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত বলে তিনি জানান।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।