বিমান ছিনতাইয়ের চেষ্টা, ভেতরে অস্ত্রধারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২৪শে ফেব্রুয়ারি ২০১৯ ০৭:২৯ অপরাহ্ন
বিমান ছিনতাইয়ের চেষ্টা, ভেতরে অস্ত্রধারী

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের পরপরই জরুরি অবতরণ করা বিমানের ভেতরে এখনও একজন সন্দেহভাজন অবস্থান করছেন। এ তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, যতটুকু জানা গেছে, একজন সন্দেহভাজন পাইলটের মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিল। তবে সব যাত্রী নেমে গেছে। পাইলটও নেমে গেছে।

এটা নিশ্চিত যে একজন সন্দেহভাজন বিমানটির ভেতরে এখনও অবস্থান করছে। প্রকৃত ঘটনা কী, তা জানার চেষ্টা করা হচ্ছে। রোববার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টায় উড্ডয়নের পরপরই জরুরি অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৭ নম্বর ফ্লাইটটি। বিমানে সন্দেহভাজন একজনকে কেন্দ্র করে উদ্ধুত পরিস্থিতির মধ্যে ফ্লাইটটি অবতরণ করেন। এরপরই দ্রুত ফ্লাইটের সব যাত্রীকে নামিয়ে দেয়া হয়। বিমানটি রানওয়েতে অবস্থান করছে এবং সেটি ঘিরে রেখেছে পুলিশ, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব