পিরোজপুরের ইন্দুরকানীতে শেখ রাসেল ক্রীড়া সংঘের উদ্যোগে অসহায় ও গরীব রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার চন্ডিপুর বাজারে বালিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের কার্যালয়ে সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মোঃ সবুজ রানা শ্বাস কষ্ট, ফুসফুস জনিত রোগ, অর্শ্ব, গেজ, পাইলস, জন্ডিস, রক্ত সল্পতা সহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন। এতে প্রায় অর্ধ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
শেখ রাসেল ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা সদস্য ও বালিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ রাহাত হোসেন গাজী জানান, এলাকার সাধারণ গরীব মানুষ চিকিৎসা সেবা থেকে বিরত। তাই তাদের সু-চিকিৎসার জন্য আমরা ফ্রি চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে এক দিনের মেডিকেল ক্যাম্প স্থাপন করেছি। আমরা আশাকরি এই চিকিৎসা সেবায় কিছুটা হলেও গরিব অসহয় রুগিদের কাজে আসবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।