তজুমদ্দিনে হরিণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২৪শে ফেব্রুয়ারি ২০১৯ ০৫:৪৪ অপরাহ্ন
তজুমদ্দিনে হরিণ উদ্ধার

ভোলার তজুমদ্দিনে পুলিশ একটি বলগা হরিণ উদ্ধার করেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশ ও বনবিভাগ যৌর্থভাবে হরিণটি চরে অবমুক্ত করে। ওসি ফারুক আহম্মদ বলেন, রবিবার দুপুরে মেঘনা নদীর সোনার চরের উত্তর মাথায় মিঠা পানির পান করতে আসলে পানির স্রোতে একটি বলগা (পুরুষ) হরিণ জেলেদের ইলিশ জালে জড়িয়ে যায়। 

এ সময় জেলেরা হরিণটি উদ্ধার করে থানায় খবর দিলে পুলিশ চৌমুহনী এলাকা থেকে হরিণটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের কাছে হস্তান্তর করে। পরে উদ্ধারকৃত হরিণটি মেঘনা নদীর বাসন ভাঙ্গার চরে বনে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ওসি ফারুক আহম্মদ, উপজেলা ফরেষ্ট অফিসার খন্দকার আরিফুল হক, এএসআই সুমন প্রমুখ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব