অগ্নিকাণ্ডের সেই রাতে ঘুমাননি খালেদা জিয়াও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২৪শে ফেব্রুয়ারি ২০১৯ ০৪:৪৪ অপরাহ্ন
অগ্নিকাণ্ডের সেই রাতে ঘুমাননি খালেদা জিয়াও

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, চকবাজারে অগ্নিকাণ্ডের রাতে অল্প দূরত্বে নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়া নির্ঘুম কাটিয়েছেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের সারারাত চারদিকে বিকট শব্দ, মানুষের আর্তচিৎকার, রাসায়নিক বিস্ফোরণের বিকট শব্দ গ্রাস করেছিল আশপাশের এলাকা। অল্প দূরত্বে ছিলেন খালেদা জিয়া। তার সারারাত উৎকণ্ঠায় কেটেছে। আর আমরা উৎকণ্ঠা নিয়ে আল্লাহর কাছে তার নিরাপত্তার জন্য দোয়া করেছি। আজ বেলা ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

গভীর উদ্বেগ-উৎকণ্ঠার সঙ্গে তিনি বলেন, খালেদা জিয়াকে যে পরিত্যক্ত কারাগারে অবরুদ্ধ রাখা হয়েছে তার চারপাশে রাসায়নিক বিস্ফোরকের ডিপো। চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানসন থেকে নাজিমউদ্দিন রোডের দূরত্ব মাত্র দেড় থেকে দুইশ’ মিটার। বুধবার রাতভর আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়তে থাকে। বিকট শব্দে বিস্ফোরণের পর বিস্ফোরণ  ঘটেছে। আতঙ্কিত মানুষ দ্বিগবিদিক ছুটেছে। চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানসন থেকে আশপাশের আর ৫/৬টি ভবনে যখন আগুন ছড়িয়েছে, দোকানপাট পুড়েছে তখন আতঙ্ক আরও বাড়তে থাকে। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের সড়কেও। আমাদের রাত কেটেছে উৎকণ্ঠায়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব