ঢামেকের বাথরুম থেকে নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২৪শে ফেব্রুয়ারি ২০১৯ ০১:০৯ অপরাহ্ন
ঢামেকের বাথরুম থেকে নবজাতক উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি বাথরুম থেকে এক মেয়ে নবজাতককে উদ্ধার করা হয়েছে। রোববার ভোর ৬টার দিকে মেডিসিন বিভাগের ৫০২ নম্বর ওয়ার্ডের ওই বাথরুম থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে নবজাতক ওয়ার্ডের এনআইসিইউতে (নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র) রয়েছে শিশুটি।

ঢামেকে দায়িত্বরত আনসারদের প্লাটুন কমান্ডার (পিসি) মোসলেম উদ্দিন জানান, মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন বিভিন্ন রোগীর স্বজনরা ওই নবজাতককে দেখতে পেয়ে খবর দিলে আনসার সদস্যসহ সংশ্লিষ্টরা তাকে উদ্ধার করে। এরপর তার ওজন মেপে দেখা যায়, ৮০০ গ্রাম। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

ইনিউজ ৭১/এম.আর