চকবাজারে অগ্নিকান্ডে আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন পটুয়াখালীর মির্জাগঞ্জের মোঃ হেলাল সিকদারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসন থেকে শুক্রবার সন্ধ্যারাতে ঢাকা হাসপাতালে গিয়ে নগদ ৫ হাজার টাকা আহত হেলালের হাতে তুলেদেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল জাকী। সে উপজেলার মাধবখালী ইউনিয়নের রামপুর গ্রামের দিনমজুর মোঃ খলির সিকদারের পুত্র।
ইউএনও স্যারের উদারতা দেখে কান্নায় ভেঙ্গে পড়েন তাঁর ভাই। অসুস্থ্য হেলাকে দেখে খোঁজ-খবর নেন ও তাকে আর্থিক সাহায্যে করেন। এদিকে ওইদিন বিকেলে অগ্নিকান্ডে মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়নের দুইজন নিহত এনামুল হক অভি ও মুজিবর রহামানের পরিবারের সদস্যেদের হাতে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা এবং আহত আলম হাওলাদারের হাতে ৫ হাজার টাকা আর্থিক সাহায়তা দেয়া হয় জেলা প্রশাসন থেকে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।