কক্সবাজারের পেকুয়া উপজেলায় জমির দখল নিয়ে দুপক্ষের মধ্যে গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ১০ জন। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার পেকুয়া ইউনিয়নের বিলাহাছুরা নামক এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- একই এলাকার আবদুর রহমানের ছেলে নেজাম উদ্দিন (৪০) ও জাহাঙ্গীর আলমের ছেলে আজিজুল হক রাখেল (২৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, মরহুম শওকত আলী চৌধুরীর ওয়াকফ স্টেটের প্রায় ১০০ একর জমির দখল নিয়ে স্থানীয় দুপক্ষের বিরোধ চলছিল। শনিবার সকাল থেকে বিলাহাছুরা এলাকায় মমতাজ মেম্বার ও আলমগীরের নেতৃত্বাধীন দুই সশস্ত্র গ্রুপ ওই জমি দখলে নেয়ার জন্য মুখোমুখি অবস্থান নেয়।
দুপুর ১২টার দিকে জমি দখলে নিতে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এসময় প্রায় ১০০ রাউন্ড গুলি বিনিময়ে অন্তত ১২জন গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেয়ার পথে দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত শওকত (২৮), তোফাইল (২৮), রেজাউল (৩০), জুলফিকার (৪০) ও মাহমুদুল করিমকে (৩৮) পেকুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। পেকুয়া থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাতটি লম্বা বন্দুক, একটি লম্বা কিরিচ ও লোহার রড উদ্ধার করে। এসময় পুলিশ এক মহিলাসহ পাঁচ ভাড়াটিয়া সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। বর্তমানে ওই এলাকায় দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।