রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউইয়র্কে জাতিসংঘ মিশনের মাধ্যমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পাঠানো এক বার্তায় এ শোক প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। শোকবার্তায় তিনি বলেন, ‘নির্মম এ ঘটনায় যাঁরা নিহত হয়েছেন, তাঁদের পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি রইল গভীর সমবেদনা। সেই সঙ্গে যারা আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার তৎপরতার প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব। পাশাপাশি যেকোনো ধরনের সহায়তারও আশ্বাস দিয়েছেন তিনি। প্রসঙ্গত, বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ৬৭ জনের মৃত্যু হয়েছে। এর আগে ২০১০ সালে নিমতলীতে অগ্নিকাণ্ডে ১২৪ জনের মৃত্যু হয়।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।