বরিশালের আগৈলঝাড়ায় পরিত্যাক্ত অবস্থায় বাজারের ব্যাগে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধারের পাঁচ মাস পরে থানায় হত্যা মামলা দায়ের। শুক্রবার রাতে ওই হত্যা মামলা দায়ের করেন থানার এসআই জসীম উদ্দিন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, গত বছর ১৭ আগষ্ট রাত নয়টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলার কুয়াতিয়ারপাড় বাইপাস এলাকায় বন্ধ অবস্থায় থাকা মা ক্লিনিকের পাশবর্তি এলাকা থেকে প্লাষ্টিকের বাজারের ব্যাগে ভরা অজ্ঞাত এক নবজাতক পুত্র সন্তানের লাশ উদ্ধার করে পুলিশ।
নবজাতক উদ্ধারের ঘটনায় ওই ক্লিনিকের নাইটগার্ড স্থানীয় মলয় বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করে, নং-১৬(১৭.৮.১৮)। পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করলে পোষ্ট মর্টেম রিপোর্টে ‘মাথায় আঘাত জনিত কারণ’ মৃত্যুর কারণ উল্লেখ করা হয়। ওই রিপোর্ট হাতে পাবার পরেই অজ্ঞাতনামা আসামী করে অপমৃত্যু মামলার তদতন্তকারী কর্মকর্তা এসআই জসীম উদ্দিন থানায় হত্যা মামলা দায়ের করেছে, নং ৭ (২২.২.১৯)।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।