সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতের আমির সহ জামাত-শিবিরের ১০ নেতাকর্মীকে আটক করেছে নারায়ণগঞ্জ গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে নবীগঞ্জ গুদারাঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় দুইটি লঞ্চ জব্দ করেছে ডিবি।
আটককৃতরা হলো, সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী রুহুল আমিন এর বাড়ীর ভাড়াটিয়া মৃত. বাদশা বেপারীর ছেলে জামায়াতের আমির মো. কাউসার আহম্মেদ (৪০), একই এলাকার পিয়ার আলীর বাড়ীর ভাড়াটিয়া, মৃত. জালাল উদ্দিনের ছেলে মো. মিশনুর রহমান (২১), মো. রাজা মিয়ার ছেলে মো. সায়দুর রহমান, ফতুল্লা এলাকার ইবধাহিম এর বাড়ীর ভাড়াটিয়া আ. সামাদ ফকিরের পিতা মো. লোকমান হোসেন, সিদ্ধিরগঞ্জ পাঠানটুলীর মাওলানা নেসরে আহম্মদ আব্বাসী পীর সাহেব জৌনপুরীর ছেলে সৈয়দ মো. ইমদা উল্লাহ আব্বাসী (৫২), ফতুল্লা থানাধীন তল্লা সোহেল গার্মেন্টস মোড় এলাকার মোক্তার হোসেন (৫০), হিরা মিকো-২ এর সারেং বরিশালের মৃত. সহিদ হাওলাদারের ছেলে মা. জসীম উদ্দিন (২৮), মুন্সিগঞ্জের মো. তোফাজ্জল হোসেনের ছেলে মো. রবিন (২০), ময়মনসিংহ জেলার মৃত. রইচ উদ্দিনের ছেলে মো. রফিক মিস্ত্রী। তারা দুইজনই নারায়নগঞ্জ লঞ্চ মালিক সমিতির সভাপতি বাদল এর লঞ্চ হিরা মিকো লঞ্চের কর্মচারী ও মিস্ত্রি।
পিরোজপুর জেলার মৃত. মমিন উদ্দিন হাওলাদারের ছেলে লুৎফর রহমান (৬০)। এ ব্যপারে জেলা গোয়েন্দা শাখা পুলিশ পরিদর্শক এনামুল হক এনাম জানান, শুক্রবার সকাল ৭টায় গুদারাঘাট এলাকা থেকে জামায়াতের আমিরসহ ১০ জনকে আটক করা হয়। তারা দুইটি লঞ্চ ভাড়া করে কোথাও গিয়ে জড়ো হয়ে নাশকতা করার পরিকল্পনা করছিল। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতী চলছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।