পুরান ঢাকার চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত যে ভবনে হয়েছিল সেই ওয়াহেদ ম্যানশনের বেজমেন্টে বিপুল পরিমাণ দাহ্য রাসায়নিক দ্রব্যের সন্ধান পাওয়া গেছে। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস ও ফিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সালেহ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, 'পুরো বেজমেন্ট রাসায়নিক দ্রব্যে ভর্তি। ফায়ার সার্ভিস কর্মীদের সতর্ক পদক্ষেপের কারণে সেখানে আগুন পৌঁছাতে পারেনি। যদি তা হতো তাহলে আরও বড় ধরণের বিপর্যয়ে পড়তে হতো।' তিনি আরও বলেন, 'এর ফলে পুরো ভবনটি ধ্বসে পড়তো। সেক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আরও কঠিন অবস্থার মুখোমুখি হতে হতো।'
'আমরা জানতাম যে বেজমেন্টেও রাসায়নিক দ্রব্য রয়েছে। তাই ওই জায়গার কাছাকাছি আগুন নিভিয়ে ফেলার জন্য একটি আলাদা টিম আমরা নিযুক্ত করি যাতে আগুন আরও বেশি ছড়িয়ে না পড়ে", যোগ করেন তিনি। সালেহ উদ্দিন আরও বলেন, এ ধরণের জায়গায় এভাবে রাসায়নিক দ্রব্য রাখা সম্পূর্ণ অবৈধ। তিনি বলেন, 'এই ভবনের কোনও মালিককে আমরা খুঁজে পাচ্ছি না। সম্ভবত এখন তারা আত্মগোপনে আছেন।' উল্লেখ্য, চকবাজারের চুড়িহাট্টা এলাকায় ঘটা এই অগ্নিকাণ্ডে ৬৭ জনের মৃত্যু হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।