পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন যত দ্রুত সম্ভব সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একথা জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে, ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে চকবাজার অগ্নিকান্ডে আহতদের দেখতে এসে একথা জানান ওবায়দুল কাদের। এ সময় তিনি আরও জানান, 'সিলিন্ডার থেকে প্রায়ই বিপদজনক ঘটনার সূত্রপাত হচ্ছে। তাই এ সিলিন্ডার ব্যবহারে বিধি নিষেধ আরোপ বা বিকল্প কী ব্যবহার করা যায় সে ব্যাপারে ব্যবস্থা নিতে সচিবকে পরামর্শ দেয়া হয়েছে।'
এদিকে, আগুনে দগ্ধ ৯ জনের কেউই আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের পরিচালক সামন্ত লাল সেন। তিনি জানান, তাদের একজনও আশঙ্কামুক্ত নন, এজন্য সবাইকে আইসিইউ’তে নেয়া হচ্ছে। এ পর্যন্ত পাঁচজনকে আইসিইউ’তে নেয়া হয়েছে। দগ্ধ রোগীদের অবস্থা যখন ভালোর দিকে যাবে তখন তাদের বেডে নেয়া হবে। আর চকবাজারে আগুনের ঘটনায় নিখোঁজ স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করছে সিআইডি'র একটি টিম। বেলা ১১টা থেকে ঢাকা মেডিক্যালের মর্গের সামনে অস্থায়ী তথ্য কেন্দ্রে থেকে নমুনা সংগ্রহ শুরু হয়। সকাল থেকেই তথ্য কেন্দ্রের সামনে নিখোঁজ ব্যক্তির স্বজনদের অপেক্ষা করতে দেখা যায়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।