নরসিংদীতে বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২২শে ফেব্রুয়ারি ২০১৯ ০৪:৪০ অপরাহ্ন
নরসিংদীতে বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মতৃভাষা দিবস পালিত

নরসিংদীতে বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মুক্তিযোদ্ধ ও সর্বস্তরের সাধারণ মানুষ।শহরের স্টেডিয়াম সংলগ্ন নরসিংদীর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ও পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ,ও মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন পাঠান,জেলা আওয়ামীলীগ, য়ুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ।

এছাড়া নরসিংদীর সরকারী কলেজ মাঠে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সদর আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম হীরু,শিবপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন নরসিংদী-৩ আসনের সংসদ জহরিুল হক ভুইয়া মোহন,মাধবদী পৌর মেয়র মোশাররব হোসেন মানিক ফুল দেন মাধবদী পৌর সভায়,নরসিংদীর বারের সাধারন সম্পাদকসহ নেতৃবৃন্দ,এছাড়া জেলা প্রশাসনের অন্যান্য বিভাগ, উপজেলা প্রশাসন, বিভিন্ন স্কুল-কলেজ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনতা, ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানায় ভাষা শহীদদের প্রতি।তাছাড়া দিনব্যাপী বিভিন্ন স্কুল-কলেজসহ সকল সরকারী বে-সরকারী প্রতিষ্ঠানে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হবে দিবসটি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব