নরসিংদীর মনোহরদীতে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে মনোহরদী সরকারি কলেজ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন,নরসিংদী ৪-সংসদ সদস্য ও শিল্প মন্ত্রীর পক্ষে উপজেলা আওয়ামীলীগ যুবলীগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শীমু,পৌরসভার পক্ষে আমিনুর রশিদ সুজন, এসময় সহকারী কমিশনার (ভূমি) আসসাদিকুজ্জামান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিগণ সাথে ছিলেন,মনোহরদী থানার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
উপজেলা আওমীলীগের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ম.ফজলুল হক ও সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশীষ ররায়সহ অন্যান্য নেতৃবৃন্দ,মনোহরদী সরকারি কলেজের পক্ষে অধ্যক্ষ গোলাম ফারুক, শিল্প মন্ত্রীর ছেলে মঞ্জুরুল মজিদ সাদী, মনোহরদী প্রেসক্লাব`র পক্ষ থেকে সভাপতি নাজমুল শাখাওয়াত হোসেন বাবু, সাধারণ সম্পাদক শাহজালাল হীরা, ও সদস্য বৃন্দ, যুবলীগ,ছাত্রলীগ,সচ্ছাসেবকলীগ, জাতীয় পার্টির,জাতীয়তাবাদী দল বিএনপি,এছাড়া বিভিন্ন সরকারী বে-সরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পুস্পস্তবক অর্পণ করা হয়।সকাল ৬.৩০ মিনিটে প্রভাত ফেরী অনুষ্ঠিত ও শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন রচনা প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণের মধ্যদিয়ে পালিত হয় দিবসটি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।