পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু আরোগ্য কামনায় শুক্রবার বাদ জুমা বিশেষ মোনাজাত করা হবে। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে মোনাজাতের আহ্বান জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ।
এ ছাড়া তিনি অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনার করার জন্য অনুরোধ জানিয়েছেন।চকবাজারের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ধর্ম প্রতিমন্ত্রী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিহতদের আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ আগুনে এখন পর্যন্ত ৮১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অর্ধশত। এই ঘটনায় শোকের আবহ দেখা দিয়েছে গোটা দেশে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।