রাজধানীর যাত্রাবাড়ী থানার দয়াগঞ্জ এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হজরত নামের এক মাদক সম্রাট নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। পুলিশ তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক সুব্রত বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে দয়াগঞ্জের পোড়াবস্তি এলাকায় পুলিশ হজরতকে ধরতে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে হজরত ও দুই পুলিশ সদস্য আহত হন। গুরুতর আহত অবস্থায় হজরতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভোর চারটার দিকে হজরতকে মৃত ঘোষণা করেন।নিহত হজরতের বাবার নাম আশরাফ। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৪০ টির মত মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে আটটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল।আহত দুই পুলিশ সদস্যদের রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।