পুরান ঢাকায় হয় কারখানা থাকবে নয়তো বাড়িঘর থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, পুরান ঢাকা খুবই ঘনবসতিপূর্ণ। এখান থেকে এবার সব কারখানা সরিয়ে নেওয়া হবে। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী। ঢামেকে চকবাজারের অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখার পর স্বাস্থ্যমন্ত্রী বলেন, দগ্ধদের চিকিৎসার সব খরচ বহন করবে সরকার।
চকবাজারে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৭০ জনের মধ্যে ৪১ মরদেহ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে দুইজন নারী, দুই শিশু ও ৩৭ জন পুরুষ। স্থানীয়রা বলছেন, চকবাজারের নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানশনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আবাসিক ভবনটিতে কেমিক্যাল গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।