রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মরদেহের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও ঢামেক হাসপাতালের মর্গে জমা হয়েছে ৮১টি মৃতদেহ। এর মধ্যে ৭০ জন পুরুষ, ৭ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন। ফায়ার সার্ভিসের দীর্ঘ ১৫ ঘণ্টার উদ্ধার অভিযানে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৭০ টি মৃতদেহ। এছাড়াও আরও ১১টি মৃতদেহ বিভিন্নভাবে পৌঁছায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক)। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এ পর্যন্ত কলেজ ও হাসপাতালের দুই মর্গে মোট ৮১টি মৃতদেহ রাখা হয়েছে। ফায়ার সার্ভিস আমাদেরকে ৬৭টি ব্যাগ দিয়েছে। বেশি ভাগ ব্যাগেই একদিক মৃতদেহ রয়েছে। সব মিলিয়ে ৭০টি লাশ রাখা হয়েছে ঢামেক মর্গে। এছাড়া বাইরে হাসপাতালের জরুরি মর্গে রাখা হয়েছে ১১টি লাশ।’ ডা. সোহেল মাহমুদ আরও বলেন, ‘৮১টি লাশের মধ্যে ৩৫টি লাশ বর্তমান অবস্থাতেই শনাক্ত করা যাবে। বাকি লাশগুলো এতটাই পুড়ে গেছে যে সেগুলো সরাসরি শনাক্ত করার সম্ভব না। সেগুলোকে ফিংগারপ্রিন্ট বা ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা যাবে।’
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।