পুরান ঢাকায় কেমিক্যাল গোডাউন থাকা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘২০০৯ সাল থেকে পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন সরাতে বলে আসছি। সরিয়েও দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে আবার এগুলো এই এলাকায় চলে এসেছে। ঢাকা দক্ষিণের মেয়র বলেছেন, তারা আর লাইসেন্স নবায়ন করছেন না। তিনি পদক্ষেপ নেবেন এগুলো সরানোর জন্য। মেয়র আমাদের তথ্য ও দিকনির্দেশনা দিলে আমরা সব ক্লিয়ার করে দেবো।’
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চকবাজারের দগ্ধ রোগীদের দেখতে এসে তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও এসময় তার সঙ্গে ছিলেন। ওবায়দুল কাদের বলেন, ‘ক্ষতিগ্রস্তদের মানবিক সাহায্য, পুনর্বাসন ও আহতদের জন্য যা যা করণীয় সব করা হবে। প্রধানমন্ত্রী নিজেই দায়িত্ব নিয়েছেন।’
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।