নেছারাবাদে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে মহান অমর একুশ পালন

নিজস্ব প্রতিবেদক
মোঃ হাবিবুল্লাহ মিঠূ, উপজেলা প্রতিনিধি নেছারবাদ- পিরোজপুর
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২১শে ফেব্রুয়ারি ২০১৯ ১১:১৬ পূর্বাহ্ন
নেছারাবাদে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে মহান অমর একুশ পালন

নেছারাবাদে যথাযথ ভাবে মহান অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে পিরোজপুর-১ আসনের মাননীয় সাংসদ ও বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গনপূর্তমন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী শ,ম রেজাউল করিম পক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, চিকিৎসা পরিষদ, নেছারাবাদ থানা, স্বরূপকাঠি পৌরসভা, উপজেলা বিএনপি, বিভিন্ন স্কুল-কলেজ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা পুষ্পস্তবক অর্পন করেন।

পুষ্পস্তবক অর্পন শেষে শহীদদের স্মরনে শহীদ মিনারে এক মিনিট নীরবতা পালন করা হয়।সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাতফেরিতে উপজেলা চত্ত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহিদ মিনারে এসে মিলিত হয়। সেখানে আলোচনা সভা ও গনসংগীত অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে বক্ত্যব্যে রাখেন, স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির,নেছারাবাদ থানার ওসি(তদন্ত)মো. শহিদুল ইসলাম।উপাধক্ষ মাহমুদুর রহমান খানের সঞ্চালনায় আরো বক্ত্যব্যে রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল,প্রধান শিক্ষক স্বপন কুমার দত্ত প্রমুখ।