র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অদ্য ২০ ফেব্রুয়ারি ২০১৯ইং তারিখ সন্ধ্যায় রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন রেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী ১। রানী খাতুন(৩০), স্বামী-মোঃ শাহজাহান, সাং-দৌলতদিয়া পতিতা পল্লী, থানাঃ গোয়ালন্দঘাট, জেলাঃ রাজবাড়ী’কে আটক করে। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ হেরোইন ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত হেরোইনসহ আটককৃত আসামীকে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।