কাউখালীতে ৬৪ বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২০শে ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৩১ অপরাহ্ন
কাউখালীতে ৬৪ বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন

পিরোজপুরের কাউখালীতে বিপুল উদ্দীপনার মাঝে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৬৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আজ বুধবার স্টুডেন্টস্ কাউন্সিল নির্বাচন অনু্িষ্ঠত হয়েছে। শিক্ষার্থীদের মাঝে নেতৃত্ব বিকাশ, গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করা ও শিক্ষাসহায়ক কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচন প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সারা আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। খুদে শিক্ষার্থীদেও এমন নির্বাচনে আশপাশের অভিভাবক ও কৌতুহলী মানুষ স্কুল আঙ্গীনায় ভীড় জমিয়েছেন।জানাগেছে, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ভোটার সংখ্যা ২৬১ জন। এর মধ্যে বালক ১২৩ ও বালিকা ১৩৮ জন। এর মধ্যে ৩য় শ্রেণিতে ৪ জন, ৪র্থ শ্রেণিতে ০৬ জন ও ৫ম শ্রেণিতে ৭ জন মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্য থেকে নির্বাচিত ৭ জন হচ্ছে- রুদ্রনীল কর নিলয়, শিমু আক্তার, জান্নাতি আক্তার, কমল মন্ডল, মাশরাফিন হোসেন আপন, অনিন্দীতা চক্রবর্তী ও আব্দুল্লাহ সালেহ ।

সকাল ৯ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্ত চলমান ছিল । এ নির্বাচনে শিক্ষার্থীরাই নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্ট ও আইন শৃংখলা রক্ষায় দায়িত্ব পালন করছে। শিক্ষকরা এক্ষেত্রে শুধু সহায়কের ভূমিকা পালন করেছে।কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় জানান, সারা দেশের ন্যায় কাউখালী উপজেলায় ৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস্ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । সরকারে এই উদ্যোগ প্রশংসনীয়। খুদে শিক্ষার্থীদের এই ভোট যুদ্ধের মাধ্যমে তাদের মধ্যে গণতান্ত্রিক মনোভাব তৈরি হবে এবং আগামী দিনের জাতি গঠনে এখন থেকেই তারা ভবিষ্যতের নেতৃত্ব হিসাবে নিজেদেরকে তৈরি করতে পারবে। নির্বাচিত ৭ জন কাউন্সিলরের মধ্য থেকে একজন প্রধান কাউন্সিলর নিযুক্ত হবে। এই নির্বাচনের মূল লক্ষ্য হল আগামী দিনের নেতৃত্ব গঠনের লক্ষ্যে নিজেদেরকে তৈরী করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে ধারণা অর্জন।