শিল্পাঞ্চল আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের আলাদা স্থানে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্র ও বাসচাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ দূর্ঘটনায় পর ঘাতক ট্রাক চালক ও বাস চালক গাড়িসহ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ।বুধবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের সাভার ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল সংলগ্ন এলাকায় ট্রাক চাপায় মর্নিং গ্লোরি স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের মেধাবী ছাত্র ওয়ালি আল তাহসিন নিহত হয়।। সে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার সাভার সরকারি কলেজের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আব্দুল কাদেরের ছেলে। এক ভাই দুই বোনের মধ্যে তাহসিন ছিলেন সবার বড়। অন্যদিকে ডিইপিজেড এলাকায় বাস চাপায় ছমির মোল্লা নামের পোশাক শ্রমিক নিহত হয়। সে ডিইপিজের শাসা ডেনিম কারখানার শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ৮টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের সাভার ক্যান্ট. বোর্ড স্কুল সংলগ্ন এলাকায় মোটরসাইকেল আরোহী তাহসিন নামে এক যুবককে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায় । পরে গুরুতর মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।অপরদিকে ডিইপিজেডের সামনে দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস বাইসাইকেল আরোহী ছমির মোল্লা নামের শ্রমিককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে যায় সাভার হাইওয়ে থানা পুলিশ।আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানন, সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র ও এক পোশাক শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।