কালকিনিতে শিশুকে ধর্ষনের অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা প্রতিনিধি কালকিনি (মাদারীপুর)
প্রকাশিত: বুধবার ২০শে ফেব্রুয়ারি ২০১৯ ০৬:২০ অপরাহ্ন
কালকিনিতে শিশুকে ধর্ষনের অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ

মাদারীপুরের কালকিনিতে ৬ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ধর্ষনের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ (বুধবার) দুপুরে ওই ধর্ষকের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।  এলাকা, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, পৌর এলাকার পাঙ্গাশিয়া গ্রামের লিটন বেপারীর লম্পট ছেলে তাইন মঙ্গলবার বিকেলে তাকে নিয়ে বাড়ির পাসের একটি খালে গোসল করতে নিয়ে যায়।  এসময় লম্পট তাইন তার বন্ধু রিফাত ও ইসমাইলের সহযোগীতায় একটি ইঞ্জিন চালিত নৌকায় উঠিয়ে ওই শিশুকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। 

এসময় ধর্ষিতার চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ভুক্তভোগীর পরিবার কালকিনি থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে ওই ধর্ষনকারী ও তার সহযোগীদের গ্রেফতার করে বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। প্রতক্ষদর্শী জয়নাল রাড়ি বলেন, আমি চিৎকার শুনে এগিয়ে এলে ধর্ষনকারী ও তার সহযোগীরা পালিয়ে যায়। আলামীন, মলিনা, শাকিবসহ বেশ কয়েকজন এলাকাবাসী বলেন, আমরা ওই লম্পট তাইন ও তার সহযোগীদের বিচারের দাবী যানাই। এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোফাজ্জেল হোসেন বলেন, শিশু ধর্ষনের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব