বরিশালের আগৈলঝাড়ায় কলেজ ছাত্রী ও গৃহবধূ বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়ে উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নগরবাড়ি গ্রামের চান মিয়া খানের মেয়ে ও সরকারী গৌরনদী কলেজের ছাত্রী তানিয়া আক্তারকে লেখা পড়ার জন্য পরবিার থেকে চাপ দিলে পরিবারের উপর অভিমান করে মঙ্গলবার সন্ধায় তানিয়া বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।
একই দিন বিকেলে উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের সুমন জমাদ্দারের স্ত্রী মোর্শেদা বেগম সংসারের কাজ-কর্ম নিয়ে শ্বাশুরীর সাথে ঝগড়া হয়। শ্বশুরীর উপর অভিমান করে মোর্শেদা ওই দিন সন্ধায় ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের স্বজনেরা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।