'ইসলামই একমাত্র শান্তির পথ দেখাতে পারে'

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২০শে ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৫৩ অপরাহ্ন
'ইসলামই একমাত্র শান্তির পথ দেখাতে পারে'

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের উত্তর ঘুমধুম সীরাতে কমিটি আয়োজিত মাহফিলে বক্তারা বলেছেন একমাত্র ইসলাম ধর্মই শান্তির পথ দেখাতে পারে। আল্লাহর বিধান মেনে চলা, নবী- রাসুলের আদর্শ অনুস্নরণ করাই মুমিনের পরিচয়। সাত আসমান আর জমিনের উপর আল্লাহর সকল পয়দা সত্য। মানুষ দুনিয়াবী সুখে মশগুল হয়ে পড়েছে। ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে মুসলমান জাতি আজ প্রতি পদে-পদে বিপদ্গ্রস্ত হচ্ছে। নানা সমস্যার সম্মুখীন হচ্ছে।অশান্তিতে ভোগছে। পরিবারে ,সমাজে রাষ্ট্রে অশান্তি বিরাজ করছে।তাই শান্তি ফেরাতে একমাত্র ইসলামী অনুশাসন মেনে চলতে হবে। ইসলাম ধর্মই একমাত্র মানুষের ইহকাল এবং পরকালে শান্তি দিতে পারে, এতে কোন সন্দেহ নেই।

১৯ ফেব্রুয়ারী উত্তর ঘুমধুম সীরাত ময়দানে স্থানীয় সীরাত কমিটি আয়োজিত মাহফিলে বিকেল থেকে শুরু হয়ে রাত গভীর পর্যন্ত বয়ানে বক্তারা উপরোক্ত কথা গুলো বলেছেন। মাওলানা মুফিজুল উল্লাহর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মাওলানা হাফেজ আব্দুল মজিদ সিলেট। বিশেষ বক্তা ছিলেন মাওলানা নুরুল হক আরমান,হাফেজ ইদ্রিস আহমদ ও স্থানীয় ওলামায়ে কেরাম গণ। এতে প্রধান অতিথি ছিলেন ঘুমধুম ইউপির দানবীর ও সমাজ সেবক প্রবাসী লুতফুর রহমান।বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপির মেম্বার শাহ আলম,সাংবাদিক শ.ম.গফুর, মো:হানিফ,আওয়ামীলীগ নেতা আবুল হাসেম ,যুবনেতা আলী আকাবর ,মিজানুল বশর মিজান,নুরুল আবসার,জহির আহমদ,ছাত্রনেতা শাহনেওয়াজ প্রমুখ। মাহফিলের সার্বিক সহযোগিতা ও বাস্তবায়ন দায়ীত্ব পালন করেন আবদুল লতিফ,সাঈদী আলম,মামুন উদ্দিন ,জসিম জাহেদ প্রমুখ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব