রোহিঙ্গা শিশু সুরক্ষায় সরকার আন্তরিক: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২০শে ফেব্রুয়ারি ২০১৯ ০৩:১১ অপরাহ্ন
রোহিঙ্গা শিশু সুরক্ষায় সরকার আন্তরিক: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহম্মদ (এমপি) বালুখালী ক্যাম্প পরির্দশন শেষে রোহিঙ্গা এতিম শিশুদের আর্থিক সহায়তা প্রদানকালে বলেন, বর্তমান সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে এবং তাদের ন্যার্য অধিকার নিয়ে স্বদেশে ফেরত পাঠানোর জন্য জোরালো ভুমিকা রাখছে। সোমবার দুপুর ২টায় বালুখালী-২, ক্যাম্প-১১ তে রোহিঙ্গা শিশু সুরক্ষা প্রোগামের আওতায় প্রধান মন্ত্রীর নির্দেশে ইউনিসেফ কতৃক আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, উখিয়া টেকনাফে ৩ লক্ষ ৯ হাজার ৮শত ৪১ জন এতিম শিশু রয়েছে। এসব শিশুদের সুরক্ষা ও তাদের সেবা প্রদানকারী পরিবারদের ধন্যবাদ দিয়ে বলেন যারা এসব এতিম শিশুদের নিজের ছেলের মত করে লালনপালন করছে তাদেরকে সরকার সবধরনের সহায়তা প্রদান করার জন্য নির্দেশ দিয়েছে। 

মন্ত্রী পরে এতিম শিশু লালনপালনকারী প্রতিটি পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন। ২০১৭ সালের ২৫শে আগস্টের পর থেকে মিয়ানমার সেনাদের জাতিগত নিধনের স্বীকার হয়ে প্রায় ৮লক্ষ রোহিঙ্গা উখিয়ার বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেয় ইউনিসেফের জরিপে উঠে এসেছে এসব স্বজনহারা শিশুরা সম্পূর্ন এতিম অবস্থায় পাড়া-প্রতিবেশির সাথে এদেশে চলে এসেছে। এ সময় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এসব এতিম শিশুদের লালন পালন, পড়ালেখা, খেলাধুলা ও চিকিৎসা সেবার জন্য সংশি¬ষ্ট এনজিও সংস্থার প্রতি কঠোর নির্দেশ দিয়ে বলেন, মিয়ানমার থেকে আসা এতিম ছেলে-মেয়েরা যেন কোনভাবে কষ্ট না পায় সেদিকে নজর  রাখতে হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব