শপথ নিলেন সংরক্ষিত আসনের ৪৯ নারী সাংসদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২০শে ফেব্রুয়ারি ২০১৯ ০১:০৪ অপরাহ্ন
শপথ নিলেন সংরক্ষিত আসনের ৪৯ নারী সাংসদ

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ নতুন সদস্য (এমপি) শপথ নিয়েছেন। বুধবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে জাতীয় সংসদের শপথগ্রহণ কক্ষে তাদের শপথ পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে, গত রোববার (১৭ ফেব্রুয়ারি) একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৯ নির্বাচিত সদেস্যর নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

গেজেট অনুসারে, এই ৪৯ জনের মধ্যে সরকারি দল আওয়ামী লীগের রয়েছেন ৪৩ জন, বিরোধী দল জাতীয় পার্টির চার জন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির একজন এবং স্বতন্ত্র সদস্য রয়েছেন একজন। একাদশ সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত সাধারণ আসনের সংখ্যানুপাতে বণ্টিত নারী আসনে বিএনপির একটি আসন পাওয়ার সুযোগ থাকলেও দলটির নির্বাচিতরা এখনো শপথ নেয়নি বলে তাদের নারী আসন স্থগিত রয়েছে। তাই ৫০ সংরক্ষিত আসনের মধ্যে ওই একটি আসনই বাকি আছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব