বাউফলের বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১৯শে ফেব্রুয়ারি ২০১৯ ০৬:৪৫ অপরাহ্ন
বাউফলের বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা

পটুয়াখালীর বাউফলে বিভিন্ন ফার্মেসি ও একটি বেকারির দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে। আজ সকাল ১১ঘটিকায় বাউফল পৌর শহরের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। সূত্রে জানা যায়, ঔষধ প্রশাসন, পটুয়াখালী ও বাউফল থানা পুলিশের সহযোগিতায় বাউফলের বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

এ সময় মেয়াদোত্তীর্ণ, বিক্রয় নিষিদ্ধ ঔষধ ও ফিজিশিয়ানস স্যাম্পল রাখার দায়ে মেসার্স নুহা ফার্মেসি এবং মেসার্স জনতা ফার্মেসিকে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। এছাড়া শহরের গোলাবাড়ির মোড়ে একটি বেকারির দোকানকে অস্বাস্থকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার দায়ে ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। উভয়ক্ষেত্রে জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পটুয়াখালী ঔষধ তত্তাবধায়কের কার্যালয় ড্রাগ সুপার অদিতি স্বর্না ও সাংবাদিকবৃন্দ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব