কলাপাড়ায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় দেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষে উদ্বুদ্ধকরন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় পটুয়াখালী জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা দরবার হলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রেসব্রিফিং করেন পটুয়াখালী জেলা তথ্য অফিসার জাকির হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর রহমানের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলেট, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিরি সভাপতি কবির তালুকদার, কুয়াকাটা প্রেসক্লাব সাবেক সভাপতি নাসির উদ্দিন বিপ্লব প্রমুখ। এছাড়া এসময় কলাপাড়ায় বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্্র মিডিয়িায় কর্মরত গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।