পিরোজপুরে ট্রলি চাঁপায় গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১৮ই ফেব্রুয়ারি ২০১৯ ১০:১২ অপরাহ্ন
পিরোজপুরে ট্রলি চাঁপায় গৃহবধূর মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়ায় বালু বোঝাই ট্রলির চাঁপায় পিয়ারা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে পিয়ারা বেগম হাসপাতালে চিকিৎসা নিতে আসার পথে শহরের দক্ষিণ বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পিয়ারা এক সন্তানের জননী ও সাপলেজা ইউনিয়নের খেতাচিড়া গ্রামের কৃষক আবুল হোসেনের স্ত্রী। হাসপাতাল সূত্রে জানাগেছে, দুপুর আড়াইটার দিকে আবুল হোসেন তার অসুস্থ্য স্ত্রী পিয়ারা বেগমকে নিয়ে  মটরসাইকেল যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছিলেন। 

এসময় শহরের দক্ষিন বন্দর গরুর হাটা মোরে উল্টো দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রলি মটর সাইকেলটিকে চাঁপা দিলে পিয়ারা বেগম ঘটনা স্থলে নিহত হয়। ঘটনার পর ট্রলি চালক পলাতক রয়েছে।  মঠবাড়িয়া থানার  উপ-পুলিশ পরিদর্শক  জাহিদ হাসান জানান, চালক পালিয়ে যাওয়ায় ট্রলিটিকে জব্দ করা হয়েছে।  চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব