রাজধানীর ফকিরাপুল এলাকার একটি ডাস্টবিন থেকে পিস্তল, রাইফেলের গুলি ও একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে ফকিরাপুলের কালভার্ট রোড থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। সেখানে গিয়ে একটি লোহার ডাস্টবিনে এগুলো দেখে বোমা ডিস্পোজাল ইউনিটকে খবর দিলে তারা সেগুলো উদ্ধার করে এবং গ্রেনেডটি নিষ্ক্রিয় করে। ডাস্টবিন থেকে নাইন এমএম পিস্তলের মোট ৮ রাউন্ড গুলি, ২৮ রাউন্ড রাইফেলের গুলি, ১৯ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়। গুলির গায়ে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা রয়েছে।
পুলিশের পল্টন থানার পরিদর্শক (তদন্ত) কাজী শাহেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, একটি লোহার ডাস্টবিনে কিছু গুলি ও গ্রেনেড পাওয়া গেলে আমরা ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেই। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এসব গুলি ও গ্রেনেড কোথা থেকে এলো- বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।