কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে সমকালের পাঠক সংগঠন 'সমকাল সুহৃদ সমাবেশ'। আজ রবিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় আয়োজিত এক সাধারণ সভায় ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে যাত্রা শুরু করে সংগঠনটি। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী দ্বীন মোহাম্মদকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত আহ্বায়ক কমিটির কর্মতৎপরতার ওপর ভিত্তি করে আগামী তিনমাস পর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।
কমিটির সমন্বয়কের দায়িত্বে থাকবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমকাল প্রতিনিধি আবু বকর রায়হান। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মাহাবুব আলম, কুতুব উদ্দিন, শাহাদাতুর রহমান, বোরহান উদ্দিন, সানজিদা আক্তার, ইসরাত জাহান, আব্দুল্লাহ আল মামুন, লাকী আক্তার, কাজী লাবিবা, শাহজাহান মনির, রুম্পা নন্দী, ফারজানা, ফারহানা ইসলাম, সাবরিনা বৃষ্টি এবং নাইমা আক্তার। উল্লেখ্য, দৈনিক সমকাল পত্রিকার পাঠক সংগঠন 'সমকাল সুহৃদ সমাবেশ' সংগঠনটি বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহনের পাশাপাশি সমকালের বিভিন্ন কর্মসূচির সাথে একাত্ম হয়ে কাজ করে থাকে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।