চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ তে জেলা প্রশাসন নরসিংদী এর একটি অন্যতম প্রয়াস ছিলো ‘জব কর্নার’ স্থাপন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের স্বীয় চিন্তাপ্রসূত এইজব কর্নারের মূল লক্ষ্য ছিলো শিল্প অধ্যুষিত নরসিংদী জেলায় বেকারত্বের হার কমানো। উন্নয়ন মেলার সমাপনী দিনেই জেলা প্রশাসক নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সহযোগিতায় ১২ জন চাকুরী প্রত্যাশীকে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের নিয়োগপত্র হস্তান্তর করেন। এরই ধারাবাহিকতায় উন্নয়ন মেলায় প্রাণ আরএফএল গ্রুপের স্টলে চাকুরি প্রার্থীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হয়। সংগৃহীত কাগজপত্রের মধ্য থেকে যোগ্যতা অনুযায়ী যাচাই-বাচাই করে ২১১ জন বেকার যুবক-যুবতীদেরকে প্রাণ আরএফএল গ্রুপ প্রাথমিকভাবে নিয়োগ প্রদান করে। প্রায় তিন মাস পর নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা চাকুরির প্রাথমিক ধাপ (শিক্ষানবিশকাল) সফলভাবে সম্পন্ন করায় ২১১ জন প্রার্থীকেই রবিবার বিকেলে পলাশের ঘোড়াশালে প্রাণ আরএফএল পাবলিক স্কুল মাঠে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নিয়োগপত্র তুলে দেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
এ সময় জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসনের এই মহতী উদ্যোগ ও প্রাণ আরএফএল গ্রুপের সহযোগিতায় ২১১টি পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। নরসিংদীর অন্যান্য বৃহৎ শিল্প প্রতিষ্ঠানসমূহও এই উদ্যোগের সাথে শীঘ্রই শামিল হবে এবং পর্যায়ক্রমে উন্নয়ন মেলার ‘জব কর্নারে’ নরসিংদীসহ দেশের অন্যান্য জেলা থেকে প্রাপ্ত যোগ্য প্রার্থীদের জীবন বৃত্তান্ত নির্দিষ্ট উপায়ে যাচাই-বাচাইপূর্বক তাদের নিয়োগ প্রদান করা হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদায়ী পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াছমিন, সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলী, প্রাণ আরএফএল পাবলিক স্কুলের চেয়ারম্যান কমান্ডার শামসুল আলম মিয়া, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আরাফাত মোহাম্মদ নোমান, প্রাণ ইন্ডাষ্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার মোঃ মোস্তাক চৌধুরী, প্রাণ ফুডের জিএম দীপক কুমার দে, প্রাণ ইন্ডাষ্ট্রিয়াল পার্কের সিনিয়র ম্যানেজার মোঃ কামাল হোসেন, স্কুলের প্রধান শিক্ষখ শাহ্ মোঃ জুয়েল রেজা প্রমুখ।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।