একজন মানুষ,অপর মাসুষের বিপদে এগিয়ে আসবে এটাই সবার কাম্য।সমাজের গুনীজনরা এগিয়ে এলে এই দেশ হয়ে উঠবে সুখী,সমৃদ্ধ ও শান্তিময়। কালকিনি উপজেলার ডাসার থানার পূর্বমাইচপাড়া গ্রামের শাহেব আলী বেপারীর পুত্র ইকবাল হোসেন। ইকবাল হোসেন ঢাকা মোহাম্মাদপুর জামেয়া রহমানিয়া মাদ্রাসা থেকে মাওলানা পাশ করে ঢাকায় স্টেনারী দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন। তিনি এলাকায় বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।আজ ৩ বছর যাবত তার দুটি কিডনি নস্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি বিছানায় কাতরাচ্ছেন।তার দুটি কিডনি পরিবর্তন ও উন্নত চিকিৎসার জন্য বিপুল পনিমান টাকার প্রয়োজন।বর্তমানে তার ডায়ালাইসিস, ঔষধ এবং ইঞ্জেকশন বাবদ প্রতিদিন ২০/৩০ হাজার টাকা খরচ হচ্ছে। তার পরিবারের একার পক্ষে তার এই চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছেনা। ২০১৭ সালে তার দুটি কিডনি নস্ট হওয়ার বিষয়টি ধরা পড়ে।দেশে ডাক্তার দেখানো হয়েছিল।এমনকি ভারতেও উন্নত চিকিৎসার জন্য নিয়ে গিয়েছেলেন।
উন্নত চিকিৎসা ও অর্থ অভাবে তিনি এখন জীবন মরণ সন্ধিক্ষনে।বর্তমানে বাংলাদেশ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহকারী অধ্যাপক নেফ্রোলজিস্ট কনসালটেন্ট ডাঃ রেজওয়ানুর রহমানের চিকিৎসাধীন রয়েছেন।ইকবাল হোসেনের চিকিৎসায় অন্তত ২৫/৩০ লাখ টাকার প্রয়োজন।আরো বেশিও লাগতে পারে।বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন দেশে আর তাকে চিকিৎসা দেওয়া সম্ভব নয়।তাই দ্রুত চিকিৎসা করানো প্রয়োজন। তবে এতো বড় রোগে আক্রান্ত হয়ে স্বপ্ন ভাংগার উপক্রম হলেও ইকবাল হোসেনের মনোবল ভাঙেনি।নিজেকে শক্ত রাখার চেস্টা করছেন।তিনি ভাবছেন দেশের ডাক্তার সমাজের পাশাপাশি সকল মানুষ তার পাশে দাড়াবে।তিনি সুস্খ্য হয়ে ফিরে আসবেন সবার মাঝে।ফিরে আসবে তার সেই আগের মতো চ লতা।পূরণ হবে বাবা মায়ের স্বপ্ন।যদি কোন হৃদয়বান ব্যাক্তি ইকবাল হোসেনের এই বিপদে তার পাশে দাড়াতে চান ,সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান, তা হলে নিচের এ্যাকাউন্টে সাহায্য পাঠাতে পারেন।নাম মোঃ ইকবাল হোসেন,ডাচ বাংলা ব্যাংক লিঃ,ধান মন্ডি শাখা।স য়ী হিসাব নং-১৭১১০১৩১৬৭৭৫,বিকাশ-০১৭১২১৩৭৭৫৬ পার্সোনাল।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।