বরিশালের আগৈলঝাড়া থানা এলাকায় চালু হল ‘আশিক আবদুল্লাহ ফ্রি ওয়াই ফাই নেটওয়ার্ক জোন’ প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আগৈলঝাড়ায় জনগনকে প্রযুক্তির ফ্রি ইন্টারনেট প্রদান করতে আগৈলঝাড়া থানা এলাকায় উদ্বোধন করা হয়েছে ‘আশিক আবদুল্লাহ ফ্রি ওয়াই ফাই নেটওয়ার্ক জোন’-৪। বরিশাল জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য, জাতির পিতা ছোট নাতি সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ’র উদ্যোগে রবিবার দুপুরে থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেনের অফিসে নেটওয়ার্ক জোনের উদ্ধোধন করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। সেবা প্রাপ্তির জন্য পাসওয়ার্ড সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
‘আশিক আবদুল্লাহ ফ্রি ওয়াই ফাই নেটওয়ার্ক জোন’-৪ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন, ওসি (তদন্ত) নকিব আকরাম, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম তালুকদার, ছাত্রলীগ নেতা সাগর সেরনয়িাবাত, মনির হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ। থানা এলাকায় ‘আশিক আবদুল্লাহ ফ্রি ওয়াই ফাই নেটওয়ার্ক জোন’ চালু করায় আগৈলঝাড়া থানা পুলিশের পক্ষ থেকে আশিক আবদুল্লাহকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন পুলিশ কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, এর আগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ও গৈলার নীমতলা এলাকা ও আগৈলঝাড়া প্রেসক্লাব এলাকায় ‘আশিক আবদুল্লাহ ফ্রি ওয়াইফাই নেটওয়ার্ক জোন’ চালু করা হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।