সৌদি রাজকীয় সরকারের আমন্ত্রণে আগামী ২২ ফেব্রুয়ারি সৌদি আরব সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিসুর রহমান ও প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব শেখ নাজমুল হক সৈকত। আগামী ২ মার্চ পর্যন্ত সেখানে অবস্থান করবেন তারা। নবগঠিত সরকারের ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর শেখ মোহাম্মদ আব্দুল্লাহ প্রথমবারের মতো সৌদি আরব সফরে যাচ্ছেন।
সৌদি আরবে অবস্থানকালে তিনি হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ড. মো. সালে বিন তাহের বেন তেন, ইসলামিক আফেয়ারস দাওয়া অ্যান্ড গাইডেন্স বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখ ও মুসলিম ওয়ার্ল্ড ক্রিকেট জেনারেল সেক্রেটারি ডক্টর মুহাম্মদ বিন আব্দুল করিম ইসা’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া মক্কা-মদিনা ও জেদ্দায় হজ বিষয়ক বিভিন্ন কার্যালয় ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করবেন। ধর্ম প্রতিমন্ত্রী ও সচিবের সহধর্মিনীরাও তাদের সফরসঙ্গী হিসেবে সৌদি যাচ্ছেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।