শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, উপজেলা প্রতিনিধি কাউখালি (পিরোজপুর)
প্রকাশিত: রবিবার ১৭ই ফেব্রুয়ারি ২০১৯ ০১:৩০ অপরাহ্ন
শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদন্ড

পিরোজপুরের কাউখালী উপজেলায় এক স্কুল শিক্ষিকাকে উত্ত্যক্তের দায়ে হাফিজুর রহমান সরদার (১৯) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত হাফিজুর রহমান উপজেলার চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের সুলতান সরদারের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার কাউখালী-বেকুটিয়া সড়কের নিলতী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে প্রায় স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে হাফিজুর উত্ত্যক্ত করতেন। শনিবার ওই শিক্ষিকাকে পুনরায় উত্ত্যক্ত করলে স্থানীয়রা ঘটনাস্থল থেকে হাফিজকে আটক করে। পরে, ইউএনও ইসরাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ইনিউজ ৭১/এম.আর