কক্সবাজার শহরের লিংরোড এলাকায় দ্বিতীয় পর্বে শুরু হওয়া বিশ্ব ইজতেমাগামী একটি বাসে সিলিন্ডার ভর্তি ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৭। এ সময় সরওয়ার আলম নামে এক মুসল্লিকে আটক করা হয়। শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাত পৌনে আটটার দিকে এসব ইয়াবাসহ আটক করা হয় সরওয়ারকে।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়। সে এসব ইয়াবা ঢাকার একটি চক্রের কাছে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।