কোনো অধিকার নেই জামায়াতের রাজনীতির: হানিফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১৫ই ফেব্রুয়ারি ২০১৯ ১১:৩৭ অপরাহ্ন
কোনো অধিকার নেই জামায়াতের রাজনীতির: হানিফ

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দল জামায়াতে ইসলামীর এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।শুক্রবার কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। জামায়াত নেতা আব্দুর রাজ্জাকের দল থেকে পদত্যাগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সদর আসনের এই সাংসদ।

হানিফ বলেন, ‘একাত্তর সালে জামায়াতে ইসলামীর ভূমিকা ছিল স্বাধীনতার বিপক্ষে, দেশের জনগণের বিপক্ষে। ১৯৭১ সালে জামায়াতে ইসলামী এদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে পাকিস্তানি সৈন্যবাহিনীর সঙ্গে দেশে গণহত্যা চালিয়েছিল, নারী নির্যাতন করেছিল এবং ঘরবাড়িতে আগুন দিয়ে পুড়িয়েছিল। এই অপরাধের জন্য জামায়াতে ইসলামীর নেতাদের বিচারের দাবি ছিল জনগণের। সেই বিচার কাজ শুরু হয়েছে।’ইতিমধ্যে জামায়াতে ইসলামীর কয়েকজন নেতার বিচার হয়েছে এবং দণ্ড কার্যকর করা হয়েছে উল্লেখ করে হানিফ বলেন, ‘জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডের জন্য অনেক আগেই জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল।’